ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে সোমবার সকালে কাইয়ুম বিশ্বাস (২৩) ও মোমিন হোসেন (২৫) নামে দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মবকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ভারত থেকে ফেনসিডিল নিয়ে শৈলকুপা যাওয়ার সময় উপজেলার নোয়ানীপাড়া মোড় এলাকা থেকে শৈলকুপা উপজেলার ভাটবাড়ীয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে কাইয়ুুম বিশ্বাস ও একই গ্রামের আব্দুল কুদ্দসের ছেলে মোমিন হোসেনকে ৫৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। দুপুরে আটককৃত দু’জনকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে। (ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়