ঢাকা : সিআইএর নজরদারী ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয় বলে মন্তব্য করেছে হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তা ডেনিস ম্যাডোনাফ। এই
নজরদারি সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করে অনেক সন্ত্রাসী হামলা থেকে বিশ্বকে বাচিয়েঁছে বলেও জানান তিনি।
তবে স্নোডেনের মতো একজন চুক্তিভিত্তিক কর্মী কী করে এতবড় তথ্য ফাঁস করতে পারলো, তা নিয়েই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ডেনিস। এর আগেও যুক্তরাষ্ট্রের নজরদারি কর্মসূচির সাফাই গেয়ে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ’র পরিচালক। এসময় সাবেক সিআইএ সদস্য এডওয়ার্ড বলেছিলেন এনএসএ চাইলে যেকোনো মুহূর্তে যেকোনো আমেরিকানের ফোন কল ও ইমেইল ট্যাপ করতে পারে।(ডিনিউজ)
নজরদারি সন্ত্রাসীদের গতিবিধি লক্ষ্য করে অনেক সন্ত্রাসী হামলা থেকে বিশ্বকে বাচিয়েঁছে বলেও জানান তিনি।
তবে স্নোডেনের মতো একজন চুক্তিভিত্তিক কর্মী কী করে এতবড় তথ্য ফাঁস করতে পারলো, তা নিয়েই পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ডেনিস। এর আগেও যুক্তরাষ্ট্রের নজরদারি কর্মসূচির সাফাই গেয়ে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ’র পরিচালক। এসময় সাবেক সিআইএ সদস্য এডওয়ার্ড বলেছিলেন এনএসএ চাইলে যেকোনো মুহূর্তে যেকোনো আমেরিকানের ফোন কল ও ইমেইল ট্যাপ করতে পারে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়