Sunday, June 30

ওবামা ঠিক করেছেন ম্যান্ডেলার আত্মীয়দের সঙ্গে দেখা করবেন

ঢাকা : মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন, তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার পরিবারের লোকদের সঙ্গে দেখা করবেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। এই প্রসঙ্গে ওবামা ম্যান্ডেলাকে দেখতে যাবেন না। ওবামা এই প্রসঙ্গে বলেছেন, "আমার তাঁর সঙ্গে প্রোটোকল রক্ষার জন্য ফোটো তোলার দরকার নেই" – বলা হয়েছে হোয়াইট হাউস থেকে উল্লেখ করে। এর আগে তিনি ম্যান্ডেলাকে বলেছেন- "সারা বিশ্বের বীর"। দক্ষিণ আফ্রিকার প্রথম কালো চামড়ার রাষ্ট্রপতি ৯৪ বছর বয়সী নেলসন ম্যান্ডেলা ৮ই জুন থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন ফুসফুস সংক্রান্ত সংক্রমণের কারণে। বিগত কিছু দিন ধরেই তাঁর অবস্থাকে বলা হয়েছে সঙ্কট জনক।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়