ঢাকা : সংসদ বর্জনের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)-এর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ৯১-৯৬ ও ০১-০৬ সালে দুই আমলে আওয়ামী লীগ সাড়ে চার বছর সংসদ বর্জন করেছিল। তখন কোন ক্ষতি হয়নি? এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। টিআইবির রিপোর্টকে গুরুত্ব দেবে না বিএনপি।
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি সংসদে অনুপস্থিত থাকার কারণে ৪ কোটি টাকা ক্ষতির টিআইবি’র প্রতিবেদনের বিষয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, ’৯১-৯৬ সালে আওয়ামী লীগ দুই বছর সংসদে যায়নি। ২০০১-০৬ সালে তারা আড়াই বছর সংসদে যায়নি। তখন কোন ক্ষতি হয়নি? এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজনৈতিক এই সঙ্কট মুহূর্তে টিআইবি’র প্রতিবেদন প্রকাশ করা উচিত হয়নি মন্তব্য করে বিএনপির এ নীতি-নির্ধারক নেতা বলেন, সরকারের সাড়ে চার বছর কেটে যাওয়ার পরে কেন এই প্রতিবেদন? তাদের উচিত হবে এই সংঘাতময় অবস্থা থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করা। আমরা টিআইবি’র রিপোর্টকে গুরুত্ব দিতে চাই না। তিনি বলেন, সোমবার থেকে শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট অধিবেশনে নির্দলীয় সরকার নিয়ে কোন সুনির্দিষ্ট প্রস্তাব দেবে না বিএনপি। এই মীমাংসিত বিষয়টি বাতিল করেছে আওয়ামী লীগ। সুতরাং তাদেরকেই প্রস্তাব দিতে হবে। তবে বিএনপি এ নিয়ে আলোচনা করবে। সাবেক এ আইনমন্ত্রী বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তার প্রমাণ আসন্ন সিটি নির্বাচন। সরকারের মন্ত্রীরা আচরণবিধি লঙ্ঘণ করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি। কারণ এই কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে ব্যারিস্টার মওদুদ বলেন, তিনি বলেছেনÑ সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও চাই সংবিধানে অধীনেই নির্বাচন হোক। কিন্তু তিনি যেভাবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন একইভাবে তা পুনরায় সংযোজন করতে হবে। একটি নির্বাচিত সংসদ রেখে আরেকটি সংসদ নির্বাচন করার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। তাই এদেশে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদাহরণ দেন। কিন্তু একবার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে তত্তবাবধায়কের অধধীনের যে নির্ভাচন হয়েছে তার উদাহরণ দেন না।
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ও শমসের মবিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ডা. জাফরউল্লাহ চৌধুরী, মে. জেনারেল (অব.) আইনুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়