Sunday, June 2

ফখরুদ্দিন মার্কা শাসক দেশবাসী চায় না: নাসিম


সিরাজগঞ্জ: দেশবাসী আর ইয়াজ উদ্দিন, ফখরুদ্দিন মার্কা কোনো শাসক চায় না।” বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, আগামীতে বাংলাদেশেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অনির্বাচিত মহলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না।

তিনি বলেছেন, “শুধু সদস্যপদ রক্ষার জন্য নয়, সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিএনপি তাদের সব দাবি দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করুক।”

রোববার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বিএনপি আন্দোলনের নামে সরকার উৎখাতের হীন ষড়যন্ত্রের পাঁয়তারায় লিপ্ত ছিল। কিন্তু তা না পেরে এখন সংসদ অধিবেশনে যোগ দেবার ঘোষণা দিয়ে তাদের শুভবুদ্ধির পরিচয় দিয়েছে।”

নাসিম বলেন, “বিগত প্রায় সাড়ে চার বছরের শাসনামলে সরকার দেশে ব্যাপক জন কল্যাণমূলক কাজ করেছে। অর্ন্তবর্তী সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন কর্তৃক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ যাদের ম্যান্ডেট দেবেন, পরবর্তী সরকার তারাই গঠন করবে।”

গণতন্ত্রের জন্য জাতীয় সংসদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি যাতে কোনো অজুহাতে আবার সংসদ থেকে চলে যাবার পুরানো খেলায় মেতে না ওঠে।”

তিনি বলেন, “হাওয়া ভবনের অপশাসন, দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে দেশবাসী বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছে।  

নাসিম বলেন, “হেফাজতি-জামায়াতিদের ওপর ভর করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিন ফুরিয়ে গেছে। জনগণই সকল ক্ষমতার উৎস-এ কথা বিএনপিকে বিশ্বাস করে সিটি করপোরেশনের মতো জাতীয় নির্বাচনেও অংশ নিতে হবে।”

সলঙ্গা ইসলামিয়া পাইলট হাই স্কুল মাঠে জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, গাজী ইসহাক হোসেন তালুকদার এমপি, গাজী শফিকুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাখাওয়াত হোসেন সুইট, জান্নাত আরা তালুকদার হেনরি, আব্দুল হান্নান খান, সেলিনা মির্জা মুক্তি, লুৎফর রহমান দিলু ও আব্দুর রশীদ বক্তব্য দেন।  (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়