কানাইঘাটের চতুল ঈদগাহ বাজারে আজ মঙ্গলবার রাতে কানাইঘাট থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতারের সময় একদল দুর্বৃত্ত চক্র পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী মুশাহিদ আলী (৪৫) কে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে গেছে। দুর্বৃত্তদের হামলায় থানার এস.আই মাসুদ পারভেজ, কনস্টেবল বজলুর রশিদ এবং গ্রাম পুলিশ বাবুল আহমদ রক্তাক্ত আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাত অনুমান পৌনে ৮টার দিকে এস.আই মাসুদ পারভেজের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চতুল ঈদগাহ বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুশাহিদ আলীকে বাজার থেকে গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারের পর মুশাহিদ আলীর সহযোগী কালাম, আফতাব, বিলাল ও হাসানের নেতৃত্বে শতাধিক উশৃঙ্খল লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে এস.আই. মাসুদ পারভেজ, কনস্টেবল বজলু ও স্থানীয় লখাইরগ্রামের গ্রাম পুলিশের সদস্য বাবুল আহমদ গুরুতর আহত হলে মুশাহিদ আলীকে জোরপূর্বকভাবে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করলেও ছিনিয়ে নেওয়া আসামী মুশাহিদ কে গ্রেফতার করতে পারেনি। পরে আহতদের কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রেফতার আতংঙ্কে বাজারের ব্যবসায়ীদের দোকান পাট বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, মুশাহিদ আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের উপর মুশাহিদের সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই "কানাইঘাট নিউজকে" বলেন, পুলিশের উপর অতর্কিত হামলা ও হাতকড়াসহ আসামী ছিনিয়ে নেওয়ার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়