চট্টগ্রাম: চট্টগ্রামে ভুয়া চিকিৎসক দম্পতিকে দু’বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্বামী-স্ত্রী দু’জনকে সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
এই ভূয়া চিকিৎসক দম্পতি হলেন উজ্জ্বল কান্তি দেব ও চিত্রা সরকার। তারা নগরীর গোলপাহাড় মোড়ে হাটহাজারী ফিজিওথেরাপী ক্লিনিক এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে ডাক্তার পদবী ব্যবহার করে আসছিলেন।
এ অভিযোগে রোববার বেলা ১টার দিকে অভিযান পরিচালনা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, ‘উজ্জ্বল কান্তি দেব ও তার স্ত্রী চিত্রা সরকারের বিরুদ্ধে বিএমডিসি আইনের তিনটি ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য তাদেরকে দুই বছর করে কারাদন্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হযেছে। অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের ক্লিনিকটি সীলগালা করে দেয়া হয়েছে এবং সকল মালামাল জব্দ করা হয়েছে।’
এর আগে ২০১১ সালে এ ভুয়া চিকিৎসক দম্পতিকে দু’লাখ টাকা করে আর্থিক জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আহসানুল হক ও র্যাব-৭ এর এএসপি সাখাওয়াত হোসেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়