Wednesday, June 12

কানাইঘাট পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ॥ মেয়র ও চেয়ারম্যানের পরস্পর বিরোধী বক্তব্য

নিজস্ব প্রতিবদেক:
কানাইঘাট পৌরসভার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম। তাঁর ভাষায়, গত ২২ মাস ধরে পৌর কার্যালয়ের বকেয়া বিদ্যুৎ বিল মেয়র লুৎফুর রহমান পরিশোধ না করায় আজ মঙ্গলবার চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম ইউপি কার্যালয়ে এক জরুরী সভা ডেকে  সকল ইউপি সদস্য-সদস্যাদের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে পৌর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ব্যাপারে চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, কানাইঘাট সদর ইউপির নিজস্ব কার্যালয়ের একাংশ দখল করে বিগত আড়াই বছর ধরে একই ভবনের ছাদের নিচে পৌরসভার কার্যালয় স্থাপন করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন মেয়র লুৎফুর রহমান। বিদ্যুৎ মিটারটি ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দ থাকায় একই মিটার থেকে পৌর কার্যালয় ও ইউপি অফিসে বিদ্যুৎ সরবরাহ করা হয়। চুক্তি মোতাবেক প্রতিমাসের অর্ধেক বিদ্যুৎ বিল মেয়র লুৎফুর রহমানের পরিশোধের কথা থাকলেও তিনি গত ২২ মাস ধরে প্রায় ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। এ বিষয়ে  মেয়রকে কয়েক দফা চিঠি ও মৌখিক ভাবে জানানোর পরও বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাদের সিদ্ধান্ত মোতাবেক পৌর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ আজ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিনের সময় পৌর মেয়র লুৎফুর রহমান তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এদিকে পৌর কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বৈদ্যুতিক সরঞ্জামাদি অচল হয়ে পড়ায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগনও পাচ্ছেনা তাদের কাংখিত সেবা। এ বিষয়ে মেয়র লুৎফুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার সময় অফিসে ছিলাম না। আমার জানামতে পৌরসভা কার্যালয় থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে। ইউপি কার্যালয়ের পক্ষ থেকে চেয়ারম্যান সিরাজুল ইসলাম যথারীতি বিদ্যুৎ বিল পরিশোধ করতে অস্বীকৃতি জানালে এই সমস্যার সৃষ্টি হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়