ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে, তার জবাব একদিন জনগণ দেবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ষড়যন্ত্রমূলক সব মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে জাসাস ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল বলেন, পদ্মা সেতু, শেয়ারবাজার, ডেসটিনি, কুইক রেন্টাল দুর্নীতির হিসাবও একদিন জনগণের কাছে সরকারকে দিতে হবে।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
সরকার তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করছে- এমন অভিযোগ করে ব্যারিস্টার রফিকুল বলেন, তারেক কোনো চোর-ডাকাত নয় যে তাকে গ্রেফতারের জন্য আদেশ জারি করতে হবে। তিনি বাংলাদেশের জনগণের নেতা এবং সঠিক সময়ে দেশে ফিরে আইনই উপায়েই এসব মামলা মোকাবেলা করবেন।
সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে- অভিযোগ করে তিনি বলেন, স্বৈরাচার সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটাই এ সরকারের স্বাভাবিক রূপ। সুষ্ঠু নির্বাচন হলে আগামী দিনে বিএনপির পক্ষে ভোটের ইতিহাস সৃষ্টি হবে।(ডিনিউজ)
বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ষড়যন্ত্রমূলক সব মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে জাসাস ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল বলেন, পদ্মা সেতু, শেয়ারবাজার, ডেসটিনি, কুইক রেন্টাল দুর্নীতির হিসাবও একদিন জনগণের কাছে সরকারকে দিতে হবে।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
সরকার তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করছে- এমন অভিযোগ করে ব্যারিস্টার রফিকুল বলেন, তারেক কোনো চোর-ডাকাত নয় যে তাকে গ্রেফতারের জন্য আদেশ জারি করতে হবে। তিনি বাংলাদেশের জনগণের নেতা এবং সঠিক সময়ে দেশে ফিরে আইনই উপায়েই এসব মামলা মোকাবেলা করবেন।
সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে- অভিযোগ করে তিনি বলেন, স্বৈরাচার সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটাই এ সরকারের স্বাভাবিক রূপ। সুষ্ঠু নির্বাচন হলে আগামী দিনে বিএনপির পক্ষে ভোটের ইতিহাস সৃষ্টি হবে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়