ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে শেরে বাংলানগর ও তেজগাঁও থানায় দায়ের করা মামলায় ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন খোন্দকার দিলীরুজ্জামান।
খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, আদালতের দেয়া জামিন আদেশের পর সালাহউদ্দিন আহমেদের মুক্তি পেতে আর কোনো বাধা নেই।
গত ৮ এপ্রিল রাজধানীর গুলশান থেকে গোয়েন্দা পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে। এরপর পুলিশের দায়ের করা চার মামলায় জামিন পেয়ে সালাউদ্দিন আহমেদ কারাগার থেকে বের হলেও গত ১৬ মে কারাগারের সামনে থেকে তাকে শেরেবাংলা এবং তেজগাঁও থানায় দায়ের করা মামলায় ফের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এরপর গত বুধবার সালাহউদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়