ওয়াশিংটন: আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা দেশটির কয়েক লাখ মানুষের ফোন কল রেকর্ড করেছে। বৃহস্পতিবার গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্ট এই খবর জানায়।
গত এপ্রিলে আদালতের এক গোপন রায়ে দেশটির বৃহত্তম টেলিফোন কোম্পানি ভেরিজোনকে তাদের সব গ্রাহকের ফোনালাপ সংগ্রহ করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। ওই কোম্পানির কয়েক কোটি গ্রাহক রয়েছে।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত গোপন আদালতের এক বিচারক ওই নির্দেশে স্বাক্ষর করেছেন।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে আরো জানানো হয়, গোপন আদালতের ওই নির্দেশে আমেরিকার জনগণ বিস্মিত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক দলের সিনেটর রন ওইডেন।
তবে এই বিষয়ে ভেরিজোন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কয়েক বছর ধরেই জাতীয় নিরাপত্তা সংস্থা আমেরিকার বড় বড় ফোন কোম্পানি ও ইন্টারনেট কোম্পানিগুলোর কাছ থেকে আমেরিকার জনগণের তথ্য সংগ্রহ করে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সূত্র: আলজাজিরা, রয়টার্স।
গত এপ্রিলে আদালতের এক গোপন রায়ে দেশটির বৃহত্তম টেলিফোন কোম্পানি ভেরিজোনকে তাদের সব গ্রাহকের ফোনালাপ সংগ্রহ করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। ওই কোম্পানির কয়েক কোটি গ্রাহক রয়েছে।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত গোপন আদালতের এক বিচারক ওই নির্দেশে স্বাক্ষর করেছেন।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে আরো জানানো হয়, গোপন আদালতের ওই নির্দেশে আমেরিকার জনগণ বিস্মিত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক দলের সিনেটর রন ওইডেন।
তবে এই বিষয়ে ভেরিজোন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কয়েক বছর ধরেই জাতীয় নিরাপত্তা সংস্থা আমেরিকার বড় বড় ফোন কোম্পানি ও ইন্টারনেট কোম্পানিগুলোর কাছ থেকে আমেরিকার জনগণের তথ্য সংগ্রহ করে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সূত্র: আলজাজিরা, রয়টার্স।
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়