ঢাকা : মহাজোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান এ বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও শীর্ষ নেতাদের তরফ থেকে জানা গেছে এ তথ্য। তবে জোট ছাড়ার পর দলটি প্রতিদ্বন্দ্বী জোটে ঢুকবে নাকি স্বতন্ত্র অবস্থান বজায় রাখবে, এ নিয়ে দ্বিমুখী টান এখন দলের ভেতরে। তৃতীয় একটি অংশ মহাজোটেই থেকে যাওয়ার পক্ষে।
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর থেকেই হুসেইন মুহাম্মদ এরশাদকে ঘিরে নানা গুঞ্জন। এই আনপ্রেডিকটেবল নেতাকে নিয়ে কিছুটা উদ্বেগ দেখা যাচ্ছে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক আওয়ামী লীগে। রোববার রাতে এরশাদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। তাহলে কি জোট ছাড়ার কথা সত্যি সত্যি ভাবছে তৃতীয় বড় এই দলটি? দলের চেয়ারম্যান কিছু বলছেন না। কিন্তু অন্য নেতারা বলছেন অনেক কিছুই।
তবে দলের ভেতরে একাধিক মতের স্রোত। একটি স্রোত মহাজোটেই থেকে যাওয়ার পক্ষে ।(ডিনিউজ)
কেউ কেউ আবার নির্বাচনের আগে কোনো জোটেই ঢুকতে নারাজ। এককভাবে নির্বাচনে যেতে চান তারা।
তবে নেতারা যে যাই বলুন না কেন, জাতীয় পার্টির চূড়ান্ত সিদ্ধান্তটি পার্টির চেয়ারম্যানই নিয়ে থাকেন। তার গতিবিধি এখনও স্পষ্ট নয়।(ডিনিউজ)
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর থেকেই হুসেইন মুহাম্মদ এরশাদকে ঘিরে নানা গুঞ্জন। এই আনপ্রেডিকটেবল নেতাকে নিয়ে কিছুটা উদ্বেগ দেখা যাচ্ছে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক আওয়ামী লীগে। রোববার রাতে এরশাদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। তাহলে কি জোট ছাড়ার কথা সত্যি সত্যি ভাবছে তৃতীয় বড় এই দলটি? দলের চেয়ারম্যান কিছু বলছেন না। কিন্তু অন্য নেতারা বলছেন অনেক কিছুই।
তবে দলের ভেতরে একাধিক মতের স্রোত। একটি স্রোত মহাজোটেই থেকে যাওয়ার পক্ষে ।(ডিনিউজ)
কেউ কেউ আবার নির্বাচনের আগে কোনো জোটেই ঢুকতে নারাজ। এককভাবে নির্বাচনে যেতে চান তারা।
তবে নেতারা যে যাই বলুন না কেন, জাতীয় পার্টির চূড়ান্ত সিদ্ধান্তটি পার্টির চেয়ারম্যানই নিয়ে থাকেন। তার গতিবিধি এখনও স্পষ্ট নয়।(ডিনিউজ)
খবর বিভাগঃ
বিশেষ খবর
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়