Monday, March 31

অষ্টগ্রামে আ.লীগ, পাকুন্দিয়ায় বিদ্রোহী বিজয়ী

কিশোরগঞ্জ: অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম জেমস। তিনি কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩শ’ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মুনসুরুল কাদের টুটুল আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১শ’ ৭০ ভোট।
অপরদিকে, পাকুন্দিয়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম রেনু। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৯শ’ ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আকতারুজ্জামান খোকন আনারস প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ২শ’ ৯৯ ভোট।
সোমবার রাতে ভোটগণনা শেষে স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
তবে অষ্টগ্রামে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মনসুরুল কাদের।
সোমবার দুপুরে জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান অভিযোগ করেন, সোমবার ভোট শুরুর পরপরই অষ্টগ্রাম উপজেলার ৪৩টি কেন্দ্রের অধিকাংশই দখলে নেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা।
প্রশাসনের সহায়তায় জেমসের সমর্থকরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দিয়েছে। এরপর কাজী মনসুরুল কাদের ভোট বর্জনের ঘোষণা দেন বলে তিনি জানান।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়