Wednesday, June 26

আইন করে কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধ করা সম্ভব নয় : সুরঞ্জিত

ঢাকা : সরকার ও বিরোধী দল সমর্থন দিলেও, জরিমানা করে সংসদে কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধ করা যাবে না বলে মনে করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধে রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সকালে, শিল্পকলা একাডেমীতে, শহীদ জননী জাহানারা ইমামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভেবরে সংস্কৃতির পরিচর্যা ও অনুশীলনের থাকলে অশ্লীল শব্দ ব্যবহার না করেও, প্রতিপক্ষকে অনেক শক্ত কথা বলা যায়। এছাড়াও রাজনীতিতে ধর্মের ব্যবহার মোকাবিলায়, দলীয় কর্মীদের সজাগ থাকারও পরামর্শ দেন সুরঞ্জিত।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়