তিনি সিরিয়ার ব্যাপারে ওবামা সরকারের হস্তক্ষেপকামী নীতির সমালোচনা করে বলেছেন, এ ধরনের হস্তক্ষেপ হবে বড় ধরনের ভুল।
ম্যানহাটনের রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের সঙ্গে প্রশ্ন ও উত্তর অনুষ্ঠানে ক্লিন্টন বলেন, শীর্ষস্থানীয় যে কোনো মার্কিন নেতার পক্ষ থেকে তার দেশের জনমতকে সিরিয়ার সংকটে ওয়াশিংটনের হস্তক্ষেপের সঙ্গে জড়ানোর অনুমতি দেয়া নির্বুদ্ধিতাসুলভ পদক্ষেপ।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন কিছু দিন আগে গোপনে সিরিয়া সফর করেছেন। তিনি সিরিয়ার বিষয়ে মার্কিন হস্তক্ষেপ জোরদার করার ও বিদ্রোহীদেরকে অস্ত্র সাহায্য দেয়ার দাবি জানিয়ে আসছেন।
ম্যাককেইন বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের জন্য ভারী অস্ত্র ও গোলাবারুদসহ এমনসব অস্ত্র দরকার যা দিয়ে তারা সরকারি সেনাদের মোকাবেলা করতে সক্ষম হয়।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়