ঢাকা : ইরাকজুড়ে একাধিক বোমা হামলায় কমপক্ষে ৭০ জন মারা গেছে। সোমবার সুন্নী অধ্যুষিত শহর মসুলে নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় ২৪ জন প্রাণ হারায় । আর শিয়া অধ্যুষিত জুদাইদা-আল-শাত শহরের একটি বাজারে, পর পর দুটি গাড়ি বোমা হামলায় মারা যায় ১৩ জন।
এছাড়া কিরকুক, তাজি, তিকরিত আর তুজ-খুরমাতো শহরেও ভিন্ন ভিন্ন হামলায় অনেকে হতাহত হয়েছে। সম্প্রতি ইরাকে সহিংসতার ঘটনা আশংকাজনক হারে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দুহাজার আট সালের পর, সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে এ বছরের মে মাসে। বিভিন্ন বোমা হামলা আর সন্ত্রাসী তৎপরতায় এ মাসে মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ।(ডিনিউজ)
এছাড়া কিরকুক, তাজি, তিকরিত আর তুজ-খুরমাতো শহরেও ভিন্ন ভিন্ন হামলায় অনেকে হতাহত হয়েছে। সম্প্রতি ইরাকে সহিংসতার ঘটনা আশংকাজনক হারে বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দুহাজার আট সালের পর, সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে এ বছরের মে মাসে। বিভিন্ন বোমা হামলা আর সন্ত্রাসী তৎপরতায় এ মাসে মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়