ঢাকা : হেফাজতে ইসলামের কর্মী হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, রাতের আঁধারে শান্তিপূর্ণভাবে অবস্থানরত এবং ঘুমন্ত কর্মীদের উপর যে ধরনের গুলিবর্ষণ এবং হামলা চালানো হয়েছে তা নজিরবিহীন। দেশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া গণতন্ত্র, পরবর্তী নির্বাচন এবং সংবিধানের জন্য সহায়ক নয়।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ৫ ও ৬ই মে ঢাকার মতিঝিল এবং দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মীদের উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঠিক তথ্য দেশবাসীর সামনে উপস্থাপন এবং নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, হেফাজতে ইসলাম সরকারের অনুমতি নিয়েই শাপলা চত্বরে সমাবেশ করেছিল। সমাবেশ চলাকালীন সময়ে সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করেছে। সমাবেশস্থলের বাইরে যে ঘটনা ঘটেছে তার দায়িত্ব হেফাজত ইসলামের কর্মীদের উপর দেয়া যাবে না। যারা অগ্নিকান্ড এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের সনাক্ত করা হোক। বিবৃতিতে তিনি বলেন, হতাহতের ঘটনার সঙ্গে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে। পরিস্থিতি সামাল দিতে সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে সহনশীলতার পরিচয় দিতে হবে। এরশাদ তার বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে সকল পক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানান।(ডিফারেন্ট নিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়