Tuesday, May 7

রোববার সারা দেশে হেফাজতের সকাল-সন্ধ্যা হরতাল

চট্টগ্রাম : আগামী রোববার (১২ মে) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।

আজ মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী হরতালের ডাক দেন।

তিন দফার দাবিতে হরতাল ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। এসব দফা হলো-আগামী ১২ তারিখ সকাল-সন্ধ্যা হরতাল, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আগামীকাল ও পরশুর হরতালে সমর্থন, আগামী শুক্রবার জুমার নামাজের পরে নিহতদের আত্মার শান্তি ও আহতদের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ তারিখের হরতালের পরে ১৩ দফা দাবি আদায়ের জন্য পরবর্তী কর্মসূচি হাতে নেবে হেফাজতে ইসলাম।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়