নিজস্ব প্রতিবেদক: আজ সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে এস.আই. মোঃ টিপু সুলতান জানান, অন্যান্য উপজেলার চেয়ে কানাইঘাট থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। গত মাসে বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩টি, খুন ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি, রাজনৈতিক মামলা ১টি, চুরি ১টি এবং অন্যান্য ধারায় আরো ১৭টি মামলা রয়েছে। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ বলেন, কৃষি কাজে ব্যবহৃত ইঞ্জিনকে মালামাল পরিবহনের জন্য ট্রলি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধন, পরিবেশ দূষণসহ প্রায়ই দূর্ঘটনায় কবলিত হওয়ার বিষয়টি তুলে ধরে লাইসেন্স বিহীন এসব অবৈধ ট্রলি বন্ধের দাবী জানান। সভায় উপজেলা বিট কর্মকর্তা আব্দুল খালেক বলেন, জনবলের অভাবে ১৭’শ একর বনভূমি পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে বন বিভাগের সৃজিত বাগান থেকে প্রায়ই গাছ চুরি হচ্ছে এবং উপজেলা ব্যাপী বেশ কিছু লাইসেন্স বিহীন করাত কল রয়েছে। অবিলম্বে এসব অবৈধ করাত কলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বন ও পরিবেশকে রক্ষার দাবী জানান। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন সকল জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান এবং জনগণের জানমাল রায় যেকোন ধরনের নাশকতা প্রতিহত করতে উপজেলা ব্যাপী পুলিশি টহল জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়