জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি প্রবাসী জাপা নেতা কিউ.এম ফররুখ আহমদ ফারুক বলেছেন, আ’লীগ বিএনপির ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে দেশ আজ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। একদিকে পুলিশ সরকারের নির্দেশে গুলি করে মানুষ মারছে অন্যদিকে বিরোধী দলের জ্বালাও পোড়াও আন্দোলনের কারণে জনমনে সর্বত্র আতংক বিরাজ করছে। দুই নেত্রী দেশকে তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে ষোল কোটি মানুষকে জিম্মি করে রেখেছেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। দেশের এ দুর্যোগ মুহুর্তে ৯ বছরের সাবেক সফল রাষ্ট্রনায়ক এরশাদের নেতৃত্বে সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। ফররুখ আহমদ ফারুক গত রবিবার বিকাল ৫টায় কানাইঘাট চতুল বাজারে বড়চতুল ইউপি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্ত্যবে উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আফতাব উদ্দিন আতাইর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পার্টি নেতা আলমাছ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সহ-সভাপতি আব্দুল হান্নান (লালপীর), বড়চতুল ইউপি উলামা পার্টির আহবায়ক মাওলানা ইউসুফ আলী, জাপা নেতা উসমান গণি, বিলাল আহমদ, আইয়ুব আলী। বক্তব্য রাখেন কৃষক পার্টি নেতা মুশাহিদ আলী, স্বেচ্ছাসেবক পার্টি নেতা শিমুল শর্মা প্রমুখ। সম্মেলন শেষে প্রবাসী জাপা নেতা কিউ এম ফররুখ আহমদ ফারুকের নেতৃত্বে চতুল বাজারে জাপা ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি মিছিল বের হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়