Monday, April 1

:: শিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবীতে কানাইঘাটে মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোওয়ার হোসেনকে গ্রেফতার এবং সিলেট জামায়াতের ভারপ্রাপ্ত ডাঃ সায়েফ আহমদ, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনের বাসায় অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কানাইঘাট বাজারে মিছিল করেছে শিবির। সকাল ১১টার দিকে কানাইঘাট উত্তর বাজার থেকে শিবির মিছিল বের করে দক্ষিণ বাজারে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে। সভায় শিবির নেতৃবৃন্দ সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল দেয় এবং কেন্দ্রীয় শিবির সভাপতির মুক্তি দাবী করে সরকার বিরোধী স্লোগান দেয়। শিবিরের মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ বাজারে আশার আগেই শিবিরের নেতাকর্মীরা নিরাপদে চলে যায়। পরে পুলিশ বাজারে অভিযান চালিয়ে জামায়াত কর্মী ফয়েজ আহমদ (৪৫) কে গ্রেফতার করে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়