Monday, April 1

রাজধানীতে কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা

রাজধানীর নয়াপল্টনে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিডিয়ার গাড়িসহ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। পুলিশ নয়াপল্টন এলাকা থেকে কয়েকজনকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির প্রতিবাদ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালে হঠাৎ করেই পার্টি অফিসের কাছে দাঁড়ানো এটিএন নিউজের গাড়িসহ একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় বৈশাখী টেলিভিশনের একটি গাড়িতে। এ সময় আশপাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। তখন নয়াপল্টন জুড়ে শুরু হয় ছুটোছুটি। পুলিশ সেসময় জলকামান নিয়ে এগিয়ে আসে, ছোঁড়ে কাদানে গ্যাস, ফাঁকা গুলি।



বিএনপির নেতারা দলের অফিসের ভেতরে ঢুকে প্রবেশপথে তালা দিয়ে দেন। কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে ফাঁকা হয়ে পড়ে নয়াপল্টন ও আশপাশ এলাকা। এ ঘটনার পর আরো একটি গাড়ি পোড়ানো হয় ফকিরাপুল মোড়ে। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বিএনপি পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। সোমবার সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে ফাযার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়