Monday, April 1

!! কানাইঘাটে জামায়াত কর্মীসহ ৪ ব্যক্তি গ্রেফতার !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর মাসুদ পারভেজ গত রবিবার রাতে কানাইঘাট বাজারে মদ পান করে মাতলামির দায়ে উপজেলার বড়দেশ নয়াগ্রামের মৃত সামছুল হকের পুত্র রফিক আহমদ (৩০) এবং আজ সোমবার বেলা ১২টায় কানাইঘাট বাজার থেকে জামায়াত কর্মী পৌরসভার শিবনগর গ্রামের ফয়েজ আহমদ (৪৫) কে গ্রেফতার করেন। অপরদিকে থানার এস.আই আশরাফ রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে রাজাগঞ্জ মইনা গ্রামের আহমদ হোসেইনের পুত্র আব্দুল মুকিত (৩০) এবং একই এলাকার গাজীপুর গ্রামের মৃত রফিক আলীর পুত্র আলিম উদ্দিন (৫০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়