নিজস্ব প্রতিবদেক:
আজ মঙ্গলবার কানাইঘাটের দণি বাণীগ্রাম ইউপির বড়দেশ গ্রাম সংলগ্ন ধলিবিলের পাড়ে ঘোড় দৌড় প্রতিযোগীতার আড়ালে জুয়া হাউজিং ও মদের আসর পন্ড করে দিয়েছে কানাইঘাট থানা পুলিশ। জানা যায়, কানাইঘাটের আশপাশের উপজেলায় প্রচারনা চালিয়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের ইন্ধনে কিছু অপরাধ প্রকৃতির লোক কয়েকদিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগীতার নামে স্থানীয় প্রশাসনের অনুমতি ব্যতিরেকে অবৈধ ভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যে মদ, জুয়ার আসর বসায়। ঘোড়দৌড়ের নামে অসামাজিক কার্যকলাপের ঘটনায় এলাকায় ধর্মপ্রাণ মানুষ ও সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘোড়দৌড় প্রতিযোগীতার খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপরে নির্দেশে থানার ওসি আব্দুল হাই মঙ্গলবার সিলেট থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে সকাল আনুমানিক সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে ঘোড়দৌড় প্রতিযোগীতা পন্ড করে দেন। সম্প্রতি শুষ্ক মৌসুমে কয়েক বছর পর বিশেষ করে কানাইঘাটের গাছবাড়ী, ঝিঙ্গাবাড়ী ও বড়দেশ এলাকায় ঘোড়দৌড়ের নামে একদল অপরাধী চক্র মূলত টাকা রুজির ধান্ধায় এ ধরণের আয়োজন করলে পুলিশ পূর্বে এ ধরণের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে। প্রায় দু’মাস পূর্বে গাছবাড়ী এলাকায় একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় ঘোড়ার উপর থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়। এরপর এ ধরণের প্রতিযোগিতা বন্ধ করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। সম্প্রতি প্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতার মূল আয়োজনকারী অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ আদালতে প্রসিকিউশন দাখিল করে। ঘোড়দৌড়ের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধ করায় এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম-বাংলার অন্যতম সংস্কৃতি হলেও এর নামে ইদানিং বিভিন্ন এলাকায় মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ায় এর মূল আকর্ষণ নষ্ট হয়ে গেছে।
খবর বিভাগঃ
কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়