কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীদের হামলায় ৩ বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আড়াইটায় সুরাইঘাট সীমান্ত বিজিবি ক্যাম্পের অধীন বড়বন্দ ১ম খন্ড এলাকায়। থানা ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত অনুমান আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে সুরইঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বড়বন্দ ১ম খন্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় খাসিয়া পানসহ সোনাতনপুঞ্জি গ্রামের আনোয়ার হোসেন ও তার অপর ৭ সহযোগীকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য চোরাকারবারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর পালিয়ে যাওয়া চোরাকারবারীরা প্রায় ৭০/৮০ জন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে আটকৃত পান ও চোরাকারবারীদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সুরইঘাট সীমান্ত ফাঁড়ির ৩ সদস্য আহত হন। আহতরা হলেন হাবিলদার রফিকুল ইসলাম, ল্যান্স নায়েক লুৎফুর রহমান ও নায়েক বেলাল হোসেন। এদের মধ্যে হাবিলদার রফিকুল ইসলাম ও ল্যান্স নায়েক লুৎফুর রহমানের জখম গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নায়েক বেলাল হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় সুরইঘাট সীমান্ত ফাঁড়ির হাবিলদার মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সোনাতনপুঞ্জি গ্রামের আনোয়ার হোসেন ও তার অপর সহযোগী ৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা (নং-৩, তাং-০৩/০৪/১৩) দায়ের করেছেন।
খবর বিভাগঃ
ফটো গ্যালারী
ফিচার
বিশেষ খবর
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়