Wednesday, March 6

:: জমিয়ত নেতার মুক্তির দাবীতে কানাইঘাটে বিক্ষোভ মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি কয়েকটি সমমনা ইসলামী দলের ডাকা হরতালে কানাইঘাট থানা পুলিশের হাতে পিকেটিংয়ের সময় গ্রেফতারকৃত উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওঃ আলীম উদ্দিনের মুক্তির দাবীতে কানাইঘাট চতুল বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব স্থানীয় জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওঃ খলিলুর রহমান,জমিয়ত নেতা মাওঃ এহসান উল্লাহ, মাওঃ রেজাউলকরিম রেজা, হাফিজ মাসুদ আজাদ,মাওঃ জামাল আহমদ মাওঃ মারূফ, ছাত্রনেতা জামিল আহমদ প্রমুখ। সভায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন ইসলাম বিদ্বেষী ব্লগারদের গ্রেফতারের দাবীতে আলীম ওলামাদের ডাকা হরতালের দিনে স্থাণীয় আ’লীগ সন্ত্রাসীরা জমিয়ত মাওঃ আলীম উদ্দিনকে চরম নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে। অবিলম্বে চতুল এলাকার আপামর জনসাধারণের প্রিয় নেতা আলীম উদ্দিনকে মুক্তি না দেওয়া হলে কানাইঘাটে হরতাল সহ কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। এদিকে ১৮দলীয় জোটের নেতা মাওঃ আলীম উদ্দিনকে গ্রেফতার ও নির্যাতনের তীব্র নিন্দা ও মুক্তির দাবী জানিয়েছেন কানাইঘাট ১৮দলীয় জোটের আহবায়ক বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন , জোটের সচিব উপজেলা জমিয়তের সভাপতি মুফতি এবাদুর রহমানসহ নেতৃবৃন্দ।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়