দেশব্যাপী বিএনপির সকাল সন্ধ্যা হরতাল কানাইঘাটে সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী পৃথকভাবে কানাইঘাট বাজার, সুরমা সেতুর বাইপাস সড়ক, কানাইঘাট-দরবস্ত সড়কের পল্লীবিদ্যুৎ, গাছবাড়ী বাজার, সড়কের বাজার, বাংলা বাজার, রাজাগঞ্জ বাজার, চতুলবাজার, সুরইঘাট বাজার, বুরহান উদ্দিন বাজার, চতুল ঈদগাহ বাজারসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করে। কানাইঘাট বাজারে সকাল সাড়ে ১১টায় হরতালের সমর্থনে মিছিলের নেতৃত্বদেন থানা বিএনপির সহসভাপতি মখলিছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরীফুল হক, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, সায়িক আহমদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, খসরুজ্জামান পারভেজ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, শ্রমিক দলের আহবায়ক জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুমান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক ডালিম, আজির, বিলাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, নজরুল ইসলাম রোকন, পৌর শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। অপর দিকে বিএনপির অপরএকটি গ্রুপের মিছিলের নেতৃত্ব দেন থানা বিএনপির একাংশের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, যুবদল নেতা আমিন মেম্বার, ছাত্রদল নেতা জাকির উদ্দিন, আজমল হোসেন, আব্দুল বাসিত। হরতালে নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ বিভিন্ন স্থানে মোতায়েন করা হলেও পুলিশের সাথে হরতালকারীদের কোন ধরণের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। হরতালে জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। রাস্তা ঘাটে যানবাহনের সংখ্যাছিল কম। অফিস পাড়া খোলা থাকলেও উপস্থিতি তেমন চোখে পড়েনি। ব্যাংক-বীমা সীমিত আকারে লেনদেন হয়েছে। এদিকে গত ৪ দিনে কানাইঘাট থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১৫জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে চিরুনী অভিযান চালিয়ে নন্দিরাই গ্রাম থেকে মনসুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াত কর্মী বিলাল আহমদ ও নয়াখলা গ্রাম থেকে শিবির কর্মী সেলিম উদ্দিনকে গ্রেফতার করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়