সরকার সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে কোন অশুভ মহল সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে তার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে মসজিদের ইমামদের নিয়ে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামীক ফাউন্ডেশনের কানাইঘাটের মসজিদ ভিত্তিক ইমামদের অংশ গ্রহণে আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ইমামদের নিয়ে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, কানাইঘাট ইসলামীক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ইমামদের উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা বলেন সমাজে ধর্মীয় বিদ্বেষ ও ইসলাম ধমের্র অপব্যাখ্যা দিয়ে কোন অশুভ মহল জনসাধারণকে উস্কে দিতে না পারে তার জন্য ইমামদের সতর্ক থাকার জন্য আহবান জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়