Wednesday, March 6

!!কানাইঘাটে হরতালের সমর্থনে বিএনপির মিছিল!!

নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসভায় পুলিশের গুলি, টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বহু নেতাকর্মী আহতের ঘটনার প্রতিবাদে এবং বৃস্পতিবারের হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ৭টায় বাজারে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসীম উদ্দিন, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, খছরুজ্জামান পারভেজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ জনী, থানা ব্যবসায়ী দলের আহ্বায়ক মখলিছুর রহমান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শ্রমিকদলের আহ্বায়ক আবিদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমান সিদ্দিকী, সামছুল ইসলাম, ডালিম, আজির, বিলাল, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কয়সর আলম, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়