নিজস্ব প্রতিবেদক:
পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবী মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ইসলাম বিদ্বেশী ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত যুদ্বাপরাধীদের বিচারের দাবীতে আজ কানাইঘাট বাজারে, বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব সিলেট আযাদ দ্বীনী আরবী মাদ্রাসা শিক্ষাবোর্ডের অর্ন্তভুক্ত কৌমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৩টায় কানাইঘাট পূর্ববাজার ডাকবাংলো মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব সিলেট আজাদ দ্বীনি শিক্ষাবোর্ডের সভাপতি আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরীর সভাপতিত্বে ও দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ক্বারী হারুনুর রশিদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবোর্ডের মহাসচিব মাওঃ আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওঃ সামছুদ্দিন দুর্লভপুরী, মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ মঈনুদ্দিন মাও:আজমত উল্লাহ,মাও:মুবশ্বির আলী,মাও:শিব্বির আহমদ,মাও:আব্দুর রহমান,মাও:আব্দুল মুমিন,মাও:কাওছার আহমদ সহ বিভিন্ন কৌমি মাদ্রাসার শিক্ষকবৃন্দ। সভায় বক্তারা তাদের ভাষায় বলেন শতকরা ৯৫ ভাগ মুসলমানদের এদেশে প্রকাশ্যে শাহবাগ চত্ত্বরে আল্লাহ, রাসূল, কুরআন, ইসলাম ও ইসলামের প্রতীক দাড়ি-টুপি, হিজাব, ধর্মীয় লেবাস-পোষাক ও আলেম উলামাকে ঢালাওভাবে গালি-গালাজ করা হচ্ছে। অবিলম্বে ইসলাম বিদ্বেষী ব্লগাদের গ্রেফতার করা না হলে হক্কানি উলামায়ে কেরামগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ার উচ্চারণ করেন। মাওঃ দুর্লভপুরী তার বক্তব্যে বলেন, পৃথিবীর সূচনালগ্ন থেকেই খৃষ্টান ও ইহুদিরা মুসলমানদের উপর নানা ভাবে কুঠারাঘাত করে আসছে। বর্তমান বাংলাদেশে নব্য নাস্তিক মুরতাদরা আমাদের প্রিয় নবী মহানবী(স:), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মকে নিয়ে কুৎসা রটনা ও হুলি খেলার মাধ্যমে এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে চরম ভাবে আঘাত করে যাচ্ছে। সংখ্যা গরিষ্ট মুসলমানদের দেশে নাস্তিক মুরতাদদের ইসলাম বিরোধী আস্ফালন মুসলমানরা বরদাশত করবেনা,তিনি আরো বলেন, আমরা প্রকৃত যুদ্বাপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারা নবীগণকে মাসুম ও সত্যের মাপকাটি মানে না তাদের রাজনীতি আইন করে নিষিদ্বের দাবী করছি।
পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবী মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ইসলাম বিদ্বেশী ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত যুদ্বাপরাধীদের বিচারের দাবীতে আজ কানাইঘাট বাজারে, বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্ব সিলেট আযাদ দ্বীনী আরবী মাদ্রাসা শিক্ষাবোর্ডের অর্ন্তভুক্ত কৌমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৩টায় কানাইঘাট পূর্ববাজার ডাকবাংলো মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব সিলেট আজাদ দ্বীনি শিক্ষাবোর্ডের সভাপতি আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরীর সভাপতিত্বে ও দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ক্বারী হারুনুর রশিদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিক্ষাবোর্ডের মহাসচিব মাওঃ আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওঃ সামছুদ্দিন দুর্লভপুরী, মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ মঈনুদ্দিন মাও:আজমত উল্লাহ,মাও:মুবশ্বির আলী,মাও:শিব্বির আহমদ,মাও:আব্দুর রহমান,মাও:আব্দুল মুমিন,মাও:কাওছার আহমদ সহ বিভিন্ন কৌমি মাদ্রাসার শিক্ষকবৃন্দ। সভায় বক্তারা তাদের ভাষায় বলেন শতকরা ৯৫ ভাগ মুসলমানদের এদেশে প্রকাশ্যে শাহবাগ চত্ত্বরে আল্লাহ, রাসূল, কুরআন, ইসলাম ও ইসলামের প্রতীক দাড়ি-টুপি, হিজাব, ধর্মীয় লেবাস-পোষাক ও আলেম উলামাকে ঢালাওভাবে গালি-গালাজ করা হচ্ছে। অবিলম্বে ইসলাম বিদ্বেষী ব্লগাদের গ্রেফতার করা না হলে হক্কানি উলামায়ে কেরামগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ার উচ্চারণ করেন। মাওঃ দুর্লভপুরী তার বক্তব্যে বলেন, পৃথিবীর সূচনালগ্ন থেকেই খৃষ্টান ও ইহুদিরা মুসলমানদের উপর নানা ভাবে কুঠারাঘাত করে আসছে। বর্তমান বাংলাদেশে নব্য নাস্তিক মুরতাদরা আমাদের প্রিয় নবী মহানবী(স:), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মকে নিয়ে কুৎসা রটনা ও হুলি খেলার মাধ্যমে এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে চরম ভাবে আঘাত করে যাচ্ছে। সংখ্যা গরিষ্ট মুসলমানদের দেশে নাস্তিক মুরতাদদের ইসলাম বিরোধী আস্ফালন মুসলমানরা বরদাশত করবেনা,তিনি আরো বলেন, আমরা প্রকৃত যুদ্বাপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যারা নবীগণকে মাসুম ও সত্যের মাপকাটি মানে না তাদের রাজনীতি আইন করে নিষিদ্বের দাবী করছি।

জামাত-শিবির কোন ইসলামী দল নয়
ReplyDelete