Thursday, March 7

:: কানাইঘাটে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত ::

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কানাইঘাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে বিএনপি বাইপাস মোড়, রায়গড় পয়েন্ট, গাছবাড়ী বাজার, সড়কের বাজার, চতুলবাজার, সুরইঘাট বাজার, বুরহান উদ্দিন বাজার, রাজাগঞ্জ বাজার চতুল ঈদগাহ বাজারসহ বিভিন্ন স্থানে জামায়াত ও বিএনপি নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে পিকেটিং করতে দেখা গেছে। কয়েকটি স্থানে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা পিকেটিংয়ে অংশ নেন ।অফিস পাড়া, ব্যাংক-বীমা,শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান পাট খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। উপজেলা সদর থেকে দুরপাল্লার কোন যান ছেড়ে যেতে দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা যানবাহন চলাচল করতে দেখা গেছে। কানাইঘাট বাজারে সকাল ১১টায় হরতালের সমর্থনে বিএনপি একটি মিছিল বের করে। মিছিল পরবর্তী পূর্ববাজারে দলীয় কার্যালয়ের সামনে সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসীম উদ্দিন, বিএনপি নেতা আজিজুল হক মেম্বার থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, খছরুজ্জামানা পারভেজ, থানা শ্রমিকদলের আহ্বায়ক জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, থানা কৃষকদলের সভাপতি কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোমান সিদ্দিকী, ডালিম, আজির, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ জনী, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, কয়ছর আলম প্রমুখ। অপরদিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপজেলার সড়কের বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, কানাইঘাট ডিগ্রি কলেজ মোড়ে মিছিল ও পথসভা করতে দেখা গেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়