Sunday, March 3

::কানাইঘাটে প্রতিপক্ষের হাতে আহত ব্যক্তির মৃত্যু::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ৪নং সাঁতবাক ইউপির পীর নগর জুলাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে গুরুতর আহত সুরুজ আলী (৬০) ৩দিন সিলেট ওমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার মারা গেছেন। এ ঘটনায় কানাইঘাট থানায় ৯জনকে আসামী করে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পীর নগর গ্রামের দরিদ্র সুরুজ আলীকে একই গ্রামের আব্দুর রহমান উরফে বাংলা ভাই (৪৬) ও তার ভাই আলা উদ্দিন (৪৫), আলা উদ্দিনের পুত্র সুহাইব উদ্দিন (২২), তাজ উদ্দিনসহ ১০/১২জনের একটি দুর্বৃত্ত চক্র গ্রামের মোকামবাড়ী এলাকায় অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুরুজ আলীকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে তাঁর আত্মীয় স্বজনরা উদ্ধার করে আশংঙ্কা জনক অবস্থায় সিলেট ওমেক হাসপাতেল ভর্তি করেন। সেখানে ৩দিন চিকিৎসাধীন থাকার পর সুরুজ আলী শনিবার মারা যান। স্থানীয় লোকজন জানিয়েছেন কয়েকদিন পূর্বে জামিনে জেল থেকে বেরিয়ে এসে এলাকার দাঙ্গাবাজ হিসেবে পরিচিত আব্দুর রহমান উরফে বাংলা ভাই ও তার আত্মীয় স্বজনরা সুরুজ আলীকে হত্যা করেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়