Monday, March 4

!! কানাইঘাটে আ’লীগের হরতাল বিরোধী মিছিল !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটসহ দেশব্যাপী জামায়াত শিবিরের তান্ডব ও হরতালের বিরুদ্ধে আজ সাড়ে ১২টায় কানাইঘাট উপজেলা, পৌর আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে কানাইঘাট বাজারে এক হরতাল বিরোধী মিছিল বের হয়। মিছিলটি বাজারের ত্রিমোহনী পয়েন্টে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, সিলেট আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা জালাল আহমদ, মাসুক আহমদ, সিরাজুল ইসলাম খোকন, আব্দুল লতিফ, রিংকু চক্রবর্তী, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুলাহ, যুগ্ম আহ্বায়ক নছির আহমদ, খলিলুর রহমান, নাজমুল ইসলাম হারুন, যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদ, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, শ্রমিকলীগ নেতা জসীম উদ্দিন প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়