Sunday, March 3

রাজশাহীতে ট্রেনের তিনটি বগিতে আগুন

রাজশাহী রেল স্টেশনে রাত পৌনে দশটার দিকে একটি ট্রেনের তিনটি বগিতে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ধারণা করছে জামায়াত-শিবিরের কর্মীরাই দেশজুড়ে নাশকতার অংশ হিসেবে এই আগুন দিয়েছে, ।



ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, তিনটি বগিই ভস্মিভূত হয়ে গেছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাতেই রাজশাহী পৌঁছে সিল্ক সিটি পরিবহনের ট্রেনটি। স্টেশনে পৌঁছার ২০ মিনিটের মধ্যে প্রথমে একটি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর আরো দু'টি বগিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন লাগার পর ঘটনা�'লে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তবে সেটা কিসের বিস্ফোরণ ছিল তা বোঝা যায়নি।



তবে, পুলিশ বলছে ট্রেনের কোনো জ্বালানি জাতীয় বস্তু বিস্ফোরিত হতে পারে।



এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এসএম মনির�জ্জামান, �এখনও নিশ্চিত করে কিছু বলা যা�েছ না। তবে, যারা দেশজুড়ে নাশকতা চালা�েছন তারাই এই কাজ করতে পারে বলে ধারণা করা হ�েছ।� ঘটনার তদন্ত করে এ ব্যাপারে নিশ্চিত হয়ে বিস্তারিত জানানো হবে।�





এ দিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রেলওয়ে জংশনের বাইরে জড়ো হয়েছেন �'ানীয় আওয়ামী-যুবলীগের কর্মীরা। তবে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং ঘটনা�'লে যাতায়াত সীমিত করে দেয়।(ফেয়ার নিউজ)






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়