Monday, March 4

:: কানাইঘাটে প্রথম দিনের হরতাল অতিবাহিত!!জনমনে আতংক ::

নিজস্ব প্রতিবেদক:
মাওঃ দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াত শিবিরের ডাকা ৪৮ঘন্টার টানা দুই দিনের হরতালের প্রথম দিন কানাইঘাটে জনমনে আতংকের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টসহ বেশ কয়েকটি স্থানে বেলা ১টা পর্যন্ত শক্ত অবস্থান নেয়। অপরদিকে কানাইঘাট বাজারে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী অবস্থান নিয়ে মিছিল বের করলে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। সারাদেশে পুলিশের সাথে জামায়াত শিবিরের রক্তয়ী সংঘর্ষে ব্যাপক প্রাণহানি, গাড়ীতে অগ্নি সংযোগের কারনে আজ রবিবারের হরতালে ভয়ে রাস্তায় যানবাহন ছিল কম। প্রয়োজন ছাড়াও রাস্তাঘাটে কেউ বের হচ্ছেন না। সর্বত্র জনসাধারনের মধ্যে আতংক বিরাজ করছে। এদিকে গত বৃহস্পতি ও শুক্রবার জামায়াত শিবিরের নেতাকর্মীরা গাছবাড়ী বাজারে মিছিল বের করে আ’লীগ সমর্থকদের অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর পূবালী ব্যাংক ও দু’টি গাড়ী ভাংচুরের ঘটনায় গাছবাড়ী এলাকায় জনমনে আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে। ঐ এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি নামানো হয়েছে। ভয়ে গাছবাড়ী বাজারের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। গাছবাড়ী বাজারে আ’লীগ সমর্থকদের দোকান-পাটে হামলা ভাংচুর, অগ্নি সংযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত থানায় পুলিশ এসল্ট এবং দ্রুত বিচার আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে জামায়াত শিবিরের ১২নেতাকর্মীকে এ পর্যন্ত গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়