দেশব্যাপী জামায়াত শিবিরের ডাকা দ্বিতীয় দিনের হরতাল কানাইঘাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দেশব্যাপী জামায়াত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ব্যাপক প্রাণহানি, অগ্নিসংযোগ, গাড়ী ভাংচুরের ঘটনায় জনমনে হরতাল নিয়ে আতংকের সৃষ্টি হয়। রাস্তাঘাটে যানবাহন চলাচল ছিল কম, অফিস পাড়া, ব্যাংক-বীমা খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হয়ে পিকেটিং করে। তবে পৌর শহরে হরতালকারীরা মিছিল করতে পারে নি। হরতালকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। গাছবাড়ী বাজার ও আশপাশ এলাকায় এখনও জনমনে আতংক বিরাজ করছে। গাছবাড়ী বাজারের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার গাছবাড়ী বাজারে আ’লীগ সমর্থকদের অন্তত ২০টি দোকান ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় কানাইঘাট থানায় জামায়াত শিবিরের প্রায় ৪শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের ঘটনায় গাছবাড়ী এলাকায় জনসাধারণের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। ভয়ে অনেকে বাড়ী থেকে বের হচ্ছেন না। পুলিশ গত ৪দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১২নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এদিকে মঙ্গলবারের বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কানাইঘাট বাজারসহ বিভিন্ন স্থানে মিছিল করেছে। হরতালে নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলে থানার ওসি আব্দুল হাই কানাইঘাট নিউজকে জানিয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়