Saturday, February 16

:: কানাইঘাটে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ::

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার ভিশন ২০২১ বাস্তবায়নের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল দেশ রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তিনি বিগত ৪বছরে সরকারের শিক্ষাক্ষেত্রে বহুমুখী সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ বিশ্ব ব্যাপী সমাদৃত ও প্রশংসিত হচ্ছে। মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার সকাল ১১টায় কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের ২৯তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে ও ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাস চন্দ উপস্থাপনায় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে আরো বলেন, আমাদের নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধের চেতনায় আজ জাগ্রত হয়ে উঠেছে। একদিন তারা  জাতির জনকের স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে সক্ষম হবে। তিনি হাফিজ মজুমদার এমপিকে শিক্ষার এক দিকপাল উল্লেখ করে বলেন তিনি সিলেটে বিশ্বমানের বিদ্যাপিঠ স্কলার্সহোম ও কারীগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এ অঞ্চলের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছেন। তার প্রতিষ্ঠিত ট্রাষ্ট থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে নিজেদের আলোকিত করছে। সিলেটের মানুষের মাঝে কর্মের মাধ্যমে মজুমদার চিরদিন বেঁচে থাকবেন বলে তিনি উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট স্কলার্সহোমের অধ্যক্ষ ড. কবির চৌধুরী, অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী, ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক কুতুব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জমির উদ্দিন, সমাজসেবী ওলিউর রহমান, ছাত্রছাত্রীদের পক্ষে শামীমা রহমান, ফাহমিদা সুলতানা। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা আ’লীগের সহসভাপতি মাসুক উদ্দিন, লুকমান চৌধুরী, জেলা আ’লীগ নেতা মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন, কানাইঘাট উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, জকিগঞ্জের পৌর মেয়র, সোনাউল্লাহ, আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশ, ইসতিয়াক আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এরপর তিনি মালিক নাহার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়