Sunday, February 17

:: জামায়াতের ডাকা হরতাল কানাইঘাটের জনজীবনে প্রভাব পড়েনি ::

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে জামায়াত-শিবিরের ডাকা অর্ধদিবস হরতালে কানাইঘাটে জনজীবনে কোন প্রভাব পড়েনি। পৌর শহরের দোকানপাঠ খোলা ছিল, ব্যাংক-বীমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। দূরপাল্লার বাস ব্যাতি রেখে সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শিাপ্রতিষ্ঠান খোলা ছিল, যথারীতি এস.এস.সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হরতালের সমর্থনে সকালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, গাছবাড়ী বাজারসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করে। অপরদিকে জামায়াত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে বেলা ১টায় কানাইঘাট পৌর শহরে পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, নাছির উদ্দিন, খলিলুর রহমান, নাজমুল ইসলাম হারুন, শ্রমিকলীগের আহ্বায়ক জসীম উদ্দিন ও ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সাজু, মারুফ আহমদের নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলবেধে হরতাল বিরোধী মহড়া দেয়। আ’লীগের নেতৃবৃন্দ বলছেন জামায়াত শিবিরের ডাকা সোমবারের সকাল সন্ধ্যা হরতাল মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়