Tuesday, January 1

!! কানাইঘাটে ছাত্রদলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত !!

নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী কানাইঘাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ও কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল কানাইঘাট বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আজ মঙ্গলবার বাদ মাগরিব কেক কেটে ছাত্রদলের নেতাকর্মীরা দলের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম,সহ-সভাপতি খছরুজ্জামান, রাশিদুল হাসান টিটু, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কয়ছর আলম, সাংগঠনিক সম্পাদক করিম চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, ছাত্রদল নেতা কবির আহমদ, আমিনুল ইসলাম, দেলোওয়ার হোসেন, ওলিউর রহমান, বুলবুল, মাসুম, ইকবাল, কাদিরসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথকভাবে কানাইঘাট বাজার ও সড়কের বাজারে বর্ণাঢ্য র‌্যালী করেছে ছাত্রদল।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়