Tuesday, January 1

!! রংধনু স্পোটিং ক্লাবের মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন !!

নিজস্ব প্রতিবেদক:
ইংরেজী নববর্ষ ২০১৩ কে স্বাগত জানিয়ে কানাইঘাট নন্দিরাই রংধনু স্পোর্টিং কাবের উদ্যোগে নন্দিরাই ঈদগাহ সংলগ্ন মাঠে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। রংধনু স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং ছাত্রনেতা নজরুল ইসলাম সাজুর পরিচালনায় উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি, কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল আহমদ, কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক, কানাইঘাট ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, সাংবাদিক নিজাম উদ্দিন, আব্দুন নুর। উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ইকবাল, ইসমাইল, মুমিন ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, রংধনু স্পোটিং ক্লাবের সভাপতি রোমান আহমদ, সাধারণ সম্পাদক সাজু আহমদ, উপদেষ্টা পাবেল আহমদ, যুবদল নেতা ডালিম, আফতাব উদ্দিন, ছাত্রদল নেতা কবির আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলায় উদয়ন স্পোর্টিং ক্লাবকে ৪৫রানে হারিয়ে মিলেনিয়াম ক্রিকেট ক্লাব জয়লাভ করে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়