Tuesday, January 1

!! কানাইঘাটে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ !!

নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই একযুগে বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থী নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেন। প্রতিটি স্কুল ও মাদ্রাসায় উৎসব আমেজের সৃষ্টি হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন আনুষ্ঠানিকভাবে প্রথমে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় ও পরবর্তীতে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন কানাইঘাট রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই তোলে দেন। রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় পাঠ্য বই বিতরণকালে নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সাথে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নির্মলেন্দু পুরকায়স্থ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আব্দুন নুর, সহকারী শিক্ষক হারুন আহমদ, শামিম আহমদ, জামিল আহমদ জামিল, স্বাগতা চক্রবর্তী প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়