Wednesday, October 3

৮ অক্টোবর বিক্ষোভ সমাবেশের ঘোষণা মির্জা ফখরুলের

যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে আগামী ৮ অক্টোবর মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।মির্জা ফখরুল বলেন, সরকার সারাদেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। আর বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পুলিশ আকস্মিকভাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। ওই সময় সরকারি মদদপুষ্ট কিছু ব্যক্তি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করেন তিনি।বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা এবং আলালকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সম্মেলনের আয়োজন করা হয় । ফেয়ার নিউজ






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়