বুধবার দুপুরে জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও সংসদীয় দলের হুইপ পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া এইচএম গোলাম রেজা এমপির মিরপুর সেনপাড়ায় ১৬৫/৪ নম্বরের বাসভবনে হামলা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন।
জানা গেছে, গতকাল দুপুর পৌনে ১২ টার দিকে জাতীয় পার্টির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে গোলাম রেজার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তারা রেজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এই ভবনে শাহ জালাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখার কার্যালয়সহ বেশ কিছু দোকানও রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরা-৪ আসনের এমপি গোলাম রেজাকে গত মঙ্গলবার প্রতারণার অভিযোগে পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী হুইপ পদ থেকে অব্যাহতি দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই ধারায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে পার্টির সংসদীয় দলের হুইপের দায়িত্ব দেন।
এইচ.এম. গোলাম রেজা সম্পর্কে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তিনি বিভিন্ন স্থানে আমার রাজনৈতিক সচিব এবং একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি এই ভূয়া পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন, যা প্রতারণার শামিল। তিনি কখনই আমার রাজনৈতিক সচিব ছিলেন না, এখনো নেই এবং তিনি এখন আমার পিএসও নন। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়