কানাইঘাট থানা পুলিশ গত রবিবার উপজেলার ৫নং বড়চতুল ইউপির দুর্গাপুর গ্রামে এক অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত অপরাধী দুই পেশাদার মোটরসাইকেল ও অটোরিক্সা চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো দুর্গাপুর গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র ফারুক আহমদ একই গ্রামের আব্দুল খালেকের পুত্র মামুন আহমদ। জানা যায়, গত ২২ আগষ্ট বড়চতুল ইউপি আ’লীগের আহবায়ক দুর্গাপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান বাবুলের নিজ বসত ঘরের গ্রীলের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একটি অনটেস্ট টিভিএস-১০০ মোটর সাইকেল কেনার ১৫দিনের মাথায় চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটর সাইকেল মালিক আতাউর রহমান বাবুল বাদী হয়ে কানাইঘাট থানায় একই গ্রামের পেশাদার অপরাধী, চিহ্নিত চোর এনাম, জৈন্তাপুর উপজেলার মামুন রশিদ ও নিজ এলাকার আলমগীর হাসিমসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির মামলা করেন। সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলার জনৈক এক মহিলার বিশ্বস্থ জবানবন্দির সূত্রধরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ ও মোটর সাইকেল মালিক জানতে পারেন যে, মামলার আসামী এনাম, ফারুক ও মামুন আহমদ মোটরসাইকেল চুরি করে গোলাপগঞ্জে নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছে। এ মহিলার বক্তব্যের সূত্রধরে এসআই মাসুদ পারভেজ গত রবিবার রাতে দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ফারুক ও মামুন আহমদকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল চুরির সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার ও অন্যান্য আসামীদের কাছ থেকে তথ্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ড আদালতে চাওয়া হয়েছে বলে এসআই মাসুদ পারভেজ জানান। এ দু অপরাধীকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় লোকজন। এলাকার লোকজন জানিয়েছেন, ব্যবসায়ী আতাউর রহমান বাবুলের মোটর সাইকেল চুরির সাথে জড়িতরা সবাই এলাকার পেশাদার চোর ও চিহ্নিত অপরাধী। এদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজ এলাকা থেকে অটোরিক্সা (সিএনজি) চুরি করে অন্যত্র বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া এলাকায় সিঁদকে চুরি ও সম্প্রতি চতুল বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনার সাথে তারা জড়িত থাকতে পারে বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। এসব অপরাধীদের স্থানীয় একজন প্রভাবশালী জনপ্রতিনিধি শেল্টার দিচ্ছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এলাকায় চুরি ও অপরাধ নির্মূলে মামলার আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন পুলিশের কাছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়