কানাইঘাটের বহুল আলোচিত আ’লীগ নেতা ফয়েজ উদ্দিন (৪৫) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক প্রধান আসামী আলাউদ্দিন আলাই (৪৭) কে আটক করে গত রোববার রাতে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে নিহতের আত্মীয় স্বজনরা। ফয়েজ হত্যা মামলার প্রধান আসামী আলাউর রহমান প্রায় ২০ মাস ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে থাকার পর গত রোববার বিকেলের দিকে আত্মীয় স্বজনদের সাথে দেখা করার উদ্দেশ্যে কানাইঘাটের কাড়াবাল্লা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাজার এলাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে নিহতের আত্মীয় স্বজনরা স্থানীয় লোকদের সহযোগিতায় সন্ধ্যা ৭টার দিকে তাঁকে আটক করেন। আটকের পর রাত ১০টায় আলাউর রহমান আলাইকে কানাইঘাট থানায় নিয়ে আসা হলে তাঁকে এক নজর দেখার জন্য শত শত উৎসুক লোকজন থানায় বীড় করেন। থানা পুলিশ গতকাল হত্যা মামলার আসামী আলাইকে আদালতে সোপর্দ করেছেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্র“তার জেরধরে ২০১১ সালের ১০ফেব্র“য়ারী একটি সালিশ বৈঠক শেষে বাড়ী ফেরার পথে প্রতিপরে লোকজন বোতলজাত পানির সাথে বিষ প্রয়োগ করে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়াজ উদ্দিনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই তাজ উদ্দিন বাদী হয়ে সে সময় ২নং লীপ্রসাদ ইউপির সোনাতন পুঞ্জি গ্রামের আজির উদ্দিন, বাউরভাগ ২য় খন্ড গ্রামের আফতাব উদ্দিন, বাউরভাগ ৪র্থ খন্ড গ্রামের এবাদুর রহমান, আগফৌদ কালিনগর গ্রামের নুরুল আম্বিয়া, সোনাতন পুঞ্জি গ্রামের আব্দুর রহমান ও কালিনগর গ্রামের আলা উদ্দিন উরফে আলাইকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা (নং- ১১) দায়ের করেন। পরবর্তীতে অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি সিলেট গোয়েন্দা পুলিশের শাখায় হস্তান্তর করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ দীর্ঘ ৬মাস তদন্তের পর তদন্তকারী পুলিশ কর্মকর্তা জুবের আহমদ উক্ত মামলায় কালি নগর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে গ্রেফতারকৃত আলা উদ্দিন আলাই ও নূনছড়া ২য় খন্ডের মৃত মদনের ছেলে রাধাশ্যামকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। কিন্তু বাদী এজাহার নামীয় ৪জন আসামীকে অভিযুক্ত না করায় বিজ্ঞ আদালতে নারাজী আবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত মামলাটি পুনঃ তদন্তের জন্য সম্প্রতি আবারো সিলেট গোয়েন্দা পুলিশ নির্দেশ প্রদান করেন। মামলার প্রধান অভিযুক্ত আসামী আলাউর রহমান আলাই আটক হওয়ায় মামলার মোড় শেষ পর্যন্ত কোনদিকে গড়ায় তার অপোয় আছেন নিহতের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর সাথে কথা হলে তিনি বলেন, ফয়েজ হত্যা মামলাটি সিলেটের গোয়েন্দা পুলিশ তদন্তের পর আদালতে চার্জশীট দাখিল করেছে। চার্জশীটভুক্ত আসামী আলাউর রহমান আলাইকে নিহত ফয়েজ আহমদের আত্মীয় স্বজনরা আটক করে আমাদের হেফাজতে দেওয়ার পর গতকাল তাকে আদালতে পুলিশি হেফাজতে পাটানো হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়