টিটোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে দলের পরাজয়ে নেতৃত্ব ছেড়ে দিলেন মাহেলা জয়াবর্ধনে। সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিক জানিয়ে দেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি আর শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন না। তবে বাকি দুই ধরণের ক্রিকেটে অধিনায়কত্বে থাকছেন তিনি।তবে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোকে আকষ্মিক কোনো সিদ্ধান্ত নয় বলে দাবি করেন মাহেলা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক বলেন,�টুর্নামেণ্ট শুরুর আগেই নির্বাচকদের সঙ্গে আমার আলোচনা হয়েছিলো যে বিশ্বকাপের পর টি- টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেব। আমি মনে করি শ্রীলঙ্কাকে সামনে এগিয়ে নিতে আমাদের একজন তরুণ নেতৃত্ব দরকার। টি- টোয়েন্টি ফরম্যাট দিয়ে অধিনায়কত্ব শুরু করা কারো জন্য দারুণ সম্ভাবনা তৈরী করবে। আমি নির্বাচকদের সঙ্গে কথা বলেছি এবং তারাও আমার এই সিদ্ধান্তে সন্তুষ্ট।�
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়