টি-২০ বিশ্বকাপের ম্যাচ গড়পেটায় জড়িত অভিযোগে ছয়জন আম্পায়ারকে নিষিদ্ধ করেছে আইসিসি।এরা হলেন- বাংলাদেশের নাদির শাহ, পাকিস্তানের নাদিম ঘৌরি, আনিস সিদ্দিকী, ভারতের সাগারা গ্যালেজ, মরিস উইস্টন জিওলা এবং শ্রীলঙ্কার গামিনি দিশানায়েক।
বুধবার আইসিসির ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের (ঘরোয়া ও আন্তর্জাতিক) ক্রিকেট ম্যাচে সাময়িকভাবে তাদের নিষিদ্ধ করছে আইসিসি।
এতে আরো বলা হয়, �আইসিসির এ সিদ্ধান্তের সাথে শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একমত হয়েছে।�সংশ্লিষ্ট বোর্ডগুলোও জরুরি ভিত্তিতে এ ব্যাপারে তদন্ত করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।অভিযুক্ত ছয় আম্পায়ারে মধ্যে বাংলাদেশের নাদির শাহও রয়েছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।
ভারতে অবস্থানরত নাদির শাহ জানিয়েছেন, তার কাছে এ রকম ম্যাচ পাতানোর প্রস্তাব নিয়ে ইন্ডিয়া টিভির লোকজন এসেছিলেন এটা সত্যি, কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।গত সোমবার বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ছয়জন আম্পায়ার বিশ্বকাপ টি-২০ টুর্নামেন্টের সময় খেলা পাতানোর প্রস্তাবে রাজি হন বলে ভারতীয় টেলিভিশন �ইন্ডিয়া টিভি� প্রতিবেদন প্রচার করে।
ইন্ডিয়া টিভির এই প্রতিবেদন প্রচারিত হওয়ার পর আইসিসি মঙ্গলবার এই তদন্তের ঘোষণা দেয়। ইন্ডিয়া টিভি তাদের প্রতিবেদনে জানিয়েছিল, সপ্তম এক আম্পায়ারকেও তারা খেলা পাতানোর জন্য ঘুষের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই আম্পায়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়