প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল। ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।এ সময় তারা দু'দেশের সামরিক সহযোগিতা বাড়ানোসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও সন্ত্রাসবাদ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণে ২ সামরিক বাহিনীর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয় আলোচনায়।
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের বাংলাদেশের পাশে থাকার ব্যাপারে তিনি আশাবাদী।
মঙ্গলবার বিকেলে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেনে ঢাকায় আসেন ভারতের সেনা প্রধান জেনারেল বিক্রম সিং।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়