Wednesday, October 3

মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবীতে কানাইঘাটে যুবদলের বিক্ষোভ মিছিল

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে কানাইঘাট পৌর যুবদলের উদ্যোগে আজ বুধবার রাত ৭টায় কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী পূর্ব বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিলাল আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজির উদ্দিন মেসি, ডালিম আহমদ, বিলাল আহমদ, যুবদল নেতা জসিম উদ্দিন, শামীম আহমদ, ফয়েজ, হেলাল, আলিম, মজির উদ্দিন, শরিফ, ওলি, নূরুদ্দিন, গিয়াস, আব্দুলাহ, দুদু, শামীম, শাহীন, মঈন, জামাল, ফারুক, রইছ, বদরুল, শাকেল, ইমরান, মাসুক, বুলবুল, আব্দুর রশিদ, কয়েছ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, সারা দেশে যখন বিএনপির প্রতি মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে চলমান আন্দোলন সংগ্রাম জোরদার হয়েছে তখন সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আন্দোলন সংগ্রামের অকুতভয় সৈনিক পরিচ্ছন্ন রাজনীতির অহংকার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে সরকারের ইশারায় পুলিশ গ্রেফতার করেছে। অবিলম্বে আলালসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি না দিলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আলালকে মুক্ত করে আনবে বলে হুশিয়ার উচ্চারণ করেন বক্তারা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়