নিজস্ব প্রতিবেদকঃ
কানাইঘাটে গাছের সাথে গাড়ির ধাক্কা খেয়ে ১জন নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ১১ টায় কানাইঘাট-গাছবাড়ী গাজী বোরহান উদ্দিন সড়কের তালবাড়ী নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে। জানাযায়, গাছবাড়ী বাজার থেকে ৫ জন যাত্রী নিয়ে সিলেটগামী সিএনজি তালবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এ সময় ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আশফাক উদ্দিন(৩৫)। সে তিনছটি গোয়াইনপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। মৃত আশফাক উদ্দিন গাছবাড়ী বাজারের ব্যাবসায়ী। তিনি ৩ সন্তানের জনক। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের শায়া নেমে
এসেছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়